বিলাপ 5:8-11 পবিত্র বাইবেল (SBCL)

8. দাসেরা আমাদের শাসন করছে;তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।

9. মরু-এলাকায় ডাকাতদের ভয়েপ্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।

10. আমাদের চামড়া তুন্দুরের মত গরম;খিদের জ্বালায় জ্বর জ্বর বোধ করি।

11. সিয়োনে স্ত্রীলোকদের নষ্ট করা হয়েছে;যিহূদার গ্রাম ও শহরে নষ্ট করা হয়েছে কুমারী মেয়েদের।

বিলাপ 5