14. শহর-ফটকের কাছে বৃদ্ধ নেতারা আর বসেন না;যুবকেরা বাজনা বাজানো থামিয়েছে।
15. আমাদের অন্তর থেকে আনন্দ চলে গেছেআমরা নাচের বদলে শোক করছি।
16. আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে।ধিক্ আমাদের, কারণ আমরা পাপ করেছি!
17. এইজন্য আমাদের অন্তর দুর্বল হয়ে গেছে,এই সব কারণে আমাদের চোখের তেজ কমে গেছে।
18. সিয়োন পাহাড় জনশূন্য হয়ে পড়ে আছে;শিয়ালেরা তার উপর ঘুরে বেড়ায়।
19. হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর;তোমার সিংহাসন বংশের পর বংশ ধরে স্থায়ী।
20. তুমি কি চিরকালের জন্য আমাদের ভুলে যাবে?এতদিন ধরে কেন তুমি আমাদের ত্যাগ করে আছ?