20. যিনি সদাপ্রভুর অভিষিক্ত, যিনি আমাদের জীবন-বায়ু,তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন;কিন্তু আমরা ভেবেছিলাম তাঁর ছায়াতেজাতিদের মধ্যে আমরা বাস করব।
21. ঊষ দেশে বাসকারিণী হে ইদোম-কন্যা,তুমি আনন্দ কর, খুশী হও;কিন্তু তোমাকেও সেই পেয়ালা দেওয়া হবে;তুমি মাতাল ও উলংগ হবে।