সদাপ্রভু তাঁর ভীষণ অসন্তোষকে পুরোপুরিই বের করেছেন;তাঁর জ্বলন্ত ক্রোধ তিনি ঢেলে দিয়েছেন।তিনি সিয়োনে আগুন জ্বেলেছেন;তা তার ভিত্তিগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে।