8. যখন আমি ডাকি বা সাহায্যের জন্য কাঁদি,তখন আমার প্রার্থনা তিনি শোনেন না।
9. ভারী ভারী পাথর দিয়ে তিনি আমার পথ বন্ধ করেছেন;আমার পথ তিনি বাঁকা করে দিয়েছেন।
10. আমার কাছে তিনি ওৎ পেতে থাকা ভাল্লুকআর লুকিয়ে থাকা সিংহের মত;
11. পথ থেকে তিনি আমাকে টেনে এনে টুকরা টুকরা করেছেনএবং আমাকে একা ফেলে রেখে গেছেন।
12. তাঁর ধনুকে টান দিয়েতিনি আমাকে তাঁর তীরের লক্ষ্যস্থান করেছেন।