61. হে সদাপ্রভু, তাদের টিট্কারির কথা তুমি শুনেছ,শুনেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা।
62. আমার শত্রুরা সারাদিন ধরে আমার বিরুদ্ধেকত ফিস্ ফিস্ করে ও নানা কথা বলে।
63. দেখ, তাদের সমস্ত কাজের মধ্যে তারা গান গেয়ে গেয়েআমাকে ঠাট্টা-বিদ্রূপ করে।
64. হে সদাপ্রভু, তাদের কাজ অনুসারে তুমি তাদের ফল দাও।
65. তাদের অন্তর কঠিন কর,আর তোমার অভিশাপ তাদের উপরে পড়ুক।
66. তুমি ক্রোধে তাদের তাড়া কর,তোমার আকাশের নীচ থেকে তাদের ধ্বংস করে ফেল।