48. আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে,সেজন্য আমার চোখ থেকে জলের স্রোত বইছে।
49. আমার চোখ থেকে স্রোত বইতেই থাকবে, থামবে না,
50. যে পর্যন্ত না সদাপ্রভু স্বর্গ থেকে নীচে তাকিয়ে দেখেন।
51. আমার শহরের সব স্ত্রীলোকদের বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি,তাতে আমার প্রাণ কাঁদছে।
52. বিনা কারণে যারা আমার শত্রু হয়েছিলতারা পাখীর মত করে আমাকে শিকার করেছে।
53. তারা গর্তের মধ্যে আমার প্রাণ শেষ করে দেবার চেষ্টা করেছেএবং আমার উপর পাথর ছুঁড়েছে।
54. আমার মাথার উপর দিয়ে জল বয়ে গেছে,আমি ভেবেছিলাম আমি মরে যাচ্ছি।