বিলাপ 3:39-42 পবিত্র বাইবেল (SBCL)

39. পাপের জন্য শাস্তি পেলে পরমানুষ কেন তা নিয়ে নালিশ করবে?

40. এস, আমরা আমাদের জীবন-পথের পরীক্ষা করি ও যাচাই করিএবং সদাপ্রভুর কাছে ফিরে যাই।

41. এস, আমরা আমাদের অন্তর ও হাতস্বর্গে ঈশ্বরের দিকে উঠাই আর বলি,

42. “আমরা পাপ করেছি, বিদ্রোহ করেছি;তুমি ক্ষমা কর নি।

বিলাপ 3