3. সত্যিই সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধেবারে বারে তাঁর হাত তুলেছেন।
4. আমার চামড়া ও মাংসকে তিনি শুকিয়ে ফেলেছেনআর হাড়গুলো ভেংগে দিয়েছেন।
5. তিনি মনোদুঃখ ও কষ্ট দিয়েআমাকে আটক করে ঘিরে রেখেছেন।
6. যারা অনেক দিন আগে মারা গেছেতাদের মত করে তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন।
7. আমি যাতে পালাতে না পারিসেজন্য তিনি আমার চারদিক ঘিরে রেখেছেন;আমাকে ভারী শিকল দিয়ে বেঁধেছেন।
8. যখন আমি ডাকি বা সাহায্যের জন্য কাঁদি,তখন আমার প্রার্থনা তিনি শোনেন না।
9. ভারী ভারী পাথর দিয়ে তিনি আমার পথ বন্ধ করেছেন;আমার পথ তিনি বাঁকা করে দিয়েছেন।
10. আমার কাছে তিনি ওৎ পেতে থাকা ভাল্লুকআর লুকিয়ে থাকা সিংহের মত;