বিলাপ 3:14-30 পবিত্র বাইবেল (SBCL)

14. আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি;তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে।

15. তেতো দিয়ে তিনি আমাকে পূর্ণ করেছেন,বিষ দিয়ে আমার পেট ভরিয়েছেন।

16. তিনি পাথর দিয়ে আমার দাঁত ভেংগেছেনআর ধুলার মধ্যে আমাকে মাড়িয়েছেন।

17. শান্তি আমার কাছ থেকে দূর করা হয়েছে;মংগল কি, তা আমি ভুলে গেছি।

18. তাই আমি বলি, “আমার শক্তি চলে গেছে।সদাপ্রভুর কাছ থেকে আমি যা কিছু আশা করেছিলামতা-ও আর নেই।”

19. আমার কষ্ট ও ঘুরে বেড়াবার কথা মনে কর;মনে কর আমার তেতো ও বিষে পূর্ণ জীবনের কথা।

20. তা সব সময়ই আমার মনে আছে,আর আমার প্রাণ আমার ভিতরে দুঃখিত হয়ে আছে।

21. তবুও আমার আশা আছে,কারণ আমি এই কথা মনে করি:

22. সদাপ্রভুর অটল ভালবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না,কারণ তাঁর করুণা কখনও শেষ হয় না;

23. প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়;তাঁর বিশ্বস্ততা মহৎ।

24. আমি মনে মনে বলি, “সদাপ্রভুই আমার সম্পত্তি,তাই আমি তাঁর উপর আশা রাখব।”

25. সদাপ্রভুর উপর যারা আশা রাখে ও তাঁর উপর নির্ভর করেতাদের তিনি মংগল করেন।

26. সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্তনীরবে অপেক্ষা করা ভাল।

27. যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।

28. সদাপ্রভুই সেই জোয়াল তার উপর দিয়েছেন,তাই সে একা চুপ করে বসে থাকুক।

29. সে ধুলাতে মুখ ঢাকুক,হয়তো আশা থাকতেও পারে।

30. যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক,নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।

বিলাপ 3