1. হায়, সদাপ্রভু কিভাবে তাঁর ক্রোধেসিয়োন-কন্যাকে অন্ধকারে ঢেকে ফেলেছেন!ইস্রায়েলের জাঁকজমক তিনি আকাশ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছেন।তাঁর ক্রোধের দিনে তাঁর পা রাখবার জায়গাকেতিনি মনে রাখেন নি।
2. যাকোবের সব বাসস্থান সদাপ্রভু গ্রাস করেছেন,কোন মমতা করেন নি।যিহূদা-কন্যার দুর্গগুলো তাঁর উপ্চে পড়া ক্রোধে তিনি ভেংগে ফেলেছেন,সেগুলো তিনি মাটিতে ফেলে ধ্বংস করেছেন।তাঁর রাজ্য ও নেতাদেরতিনি অসম্মানের মধ্যে ফেলে দিয়েছেন।