সিয়োনের রাস্তাগুলো শোক করছে,কারণ নির্দিষ্ট পর্বে কেউ আর আসে না।তার সব ফটকে ঢুকবার পথ খালি।তার পুরোহিতেরা কাত্রাচ্ছে, যুবতী মেয়েরা দুঃখ করছে,তাতে সে মনে খুব ব্যথা পাচ্ছে।