হে সদাপ্রভু, দেখ, আমি কেমন কষ্ট পাচ্ছি!আমার ভিতরেও যন্ত্রণা হচ্ছে।আমার অন্তর ব্যাকুল হয়েছে,কারণ আমি ভীষণ বিদ্রোহী হয়েছি।শহরের বাইরে তলোয়ার নিচ্ছে প্রাণ,আর ভিতরে আছে কেবল মৃত্যু।