1. হায়! যে শহর একদিন লোকজনে পরিপূর্ণ ছিলসে কেমন একা পড়ে রয়েছে।যে শহর একদিন জাতিদের মধ্যে প্রধান ছিল,সে এখন বিধবার মত হয়েছে।যে ছিল প্রদেশগুলোর রাণীসে এখন হয়েছে দাসী।
2. সে রাতের বেলা খুব কাঁদতে থাকে,চোখের জলে তার গাল ভেসে যায়।তার প্রেমিকদের মধ্যেতাকে সান্ত্বনা দেবার জন্য একজনও নেই।তার বন্ধুরা সবাই তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে;তারা সকলেই তার শত্রু হয়েছে।
3. কষ্ট ও কঠিন পরিশ্রমের পরযিহূদা দূরে বন্দীদশায় গেছে।সে বিভিন্ন জাতির মধ্যে বাস করছে;কোথাও সে বিশ্রামস্থান পায় নি।যারা তাকে তাড়া করছিলতারা তার কষ্টের মধ্যেই তাকে ধরে ফেলেছে।