বিচারকর্তৃগণ 7:2 পবিত্র বাইবেল (SBCL)

সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “তোমার লোকদের সংখ্যা এত বেশী যে, আমি তাদের হাতে মিদিয়নীয়দের তুলে দিতে পারি না। তা করলে আমাকে বাদ দিয়ে ইস্রায়েলীয়েরা বড়াই করে বলবে যে, তাদের নিজেদের শক্তিতেই তারা উদ্ধার পেয়েছে।

বিচারকর্তৃগণ 7

বিচারকর্তৃগণ 7:1-7