বিচারকর্তৃগণ 5:18-21 পবিত্র বাইবেল (SBCL)

18. যুদ্ধে সবূলূনের লোকেরা জীবনেরঝুঁকি নিল;যুুদ্ধের মাঠের উঁচু জায়গাগুলোতেনপ্তালির লোকেরাও জীবনের ঝুঁকি নিল।

19. রাজারা, কনানের রাজারা এসে যুদ্ধ করল;মগিদ্দোর জলের কাছে তানকেতারা যুদ্ধ করল,কিন্তু কোন রূপা তারা লুটে নিতে পারল না।

20. আকাশ থেকে তারাগুলোই যুদ্ধ করল,নিজের নিজের বাঁধা পথে থেকেযুদ্ধ করল সীষরার বিরুদ্ধে।

21. সেই পুরাকালের নদীর জল,সেই কীশোন নদীর জলশত্রুদের ভাসিয়ে নিয়ে গেল।হে আমার অন্তর, শক্ত হয়ে এগিয়ে চল।

বিচারকর্তৃগণ 5