বিচারকর্তৃগণ 3:3-5 পবিত্র বাইবেল (SBCL)

3. সেই সব জাতিগুলো হল, পলেষ্টীয়েরা ও তাদের পাঁচজন শাসনকর্তা, সমস্ত কনানীয়েরা এবং সীদোনীয় ও হিব্বীয়েরা। বাল্‌-হর্মোণ পাহাড় থেকে হমাৎ গ্রাম পর্যন্ত লেবাননের যে পাহাড়ী এলাকাটা আছে এই হিব্বীয়েরা সেখানে থাকত।

4. সদাপ্রভু মোশির মধ্য দিয়ে তাদের পূর্বপুরুষদের যে আদেশ দিয়েছিলেন তা এই ইস্রায়েলীয়েরা মেনে চলে কি না তা পরীক্ষা করবার জন্য এই সব জাতিকে রেখে দেওয়া হয়েছিল।

5. এর ফলে ইস্রায়েলীয়েরা কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয়দের মধ্যে বাস করতে লাগল।

বিচারকর্তৃগণ 3