বিচারকর্তৃগণ 12:11-15 পবিত্র বাইবেল (SBCL)

11. ইব্‌সনের পর সবূলূন-গোষ্ঠীর এলোন দশ বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন।

12. তিনি মারা গেলে পর সবূলূন এলাকার অয়ালোনে তাঁকে কবর দেওয়া হল।

13. এলোনের পর পিরিয়াথোনের হিল্লেলের ছেলে অব্‌দোন ইস্রায়েলীয়দের শাসনকর্তা হয়েছিলেন।

14. তাঁর চল্লিশজন ছেলে ও ত্রিশজন নাতি ছিল। তারা সত্তরটা গাধায় চড়ে বেড়াত। অব্‌দোন আট বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন।

15. তিনি মারা গেলে পর অমালেকীয়দের পাহাড়ী এলাকার মধ্যে ইফ্রয়িম এলাকার পিরিয়াথোনে তাঁকে কবর দেওয়া হল।

বিচারকর্তৃগণ 12