প্রকাশিত বাক্য 5:8 পবিত্র বাইবেল (SBCL)

বইটা নেবার পর সেই চারজন জীবন্ত প্রাণী ও চব্বিশজন নেতা মেষ-শিশুর সামনে উবুড় হলেন। তাঁদের প্রত্যেকের হাতে একটা করে বীণা ও একটা করে ধূপে পূর্ণ সোনার বাটি ছিল। সেই ধূপে পূর্ণ বাটিগুলো হল ঈশ্বরের লোকদের প্রার্থনা।

প্রকাশিত বাক্য 5

প্রকাশিত বাক্য 5:1-12