“লায়দিকেয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ-যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির মূল, তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি।