প্রকাশিত বাক্য 16:5-13 পবিত্র বাইবেল (SBCL)

5. জলের উপরে যে স্বর্গদূতের ক্ষমতা ছিল আমি তাঁকে এই কথা বলতে শুনলাম:“হে পবিত্র, তুমি আছ এবং তুমি ছিলে।তুমি ন্যায়বান, কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ।

6. এই লোকেরা ঈশ্বরের লোকদের ও নবীদের খুন করেছে।তাই তুমি তাদের এই রক্ত খেতে দিয়েছআর এটাই তাদের পক্ষে উপযুক্ত হয়েছে।”

7. আমি বেদী থেকে একজনকে এই কথা বলতে শুনলাম:“সর্বশক্তিমান প্রভু ঈশ্বর,তোমার সব বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।”

8. চতুর্থ স্বর্গদূত সূর্যের উপরে তাঁর বাটিটা উবুড় করলেন। তাতে লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য সূর্যকে ক্ষমতা দেওয়া হল।

9. তখন ভীষণ তাপে লোকদের গা পুড়ে গেল, আর এই সমস্ত আঘাতের উপর যাঁর ক্ষমতা আছে তারা সেই ঈশ্বরের নিন্দা করতে লাগল। কিন্তু তবুও তারা মন ফিরাল না এবং ঈশ্বরের গৌরব করল না।

12. তারপর ষষ্ঠ স্বর্গদূত মহানদী ইউফ্রেটিসের উপরে তাঁর বাটিটা উবুড় করলেন। তাতে পূর্ব দেশের রাজাদের যাবার পথ তৈরী হবার জন্য সেই নদীর জল শুকিয়ে গেল।

13. তখন আমি ব্যাঙের মত তিনটা মন্দ আত্মা দেখতে পেলাম। সেগুলো সেই দানব, সেই জন্তু এবং সেই ভণ্ড নবীর মুখ থেকে বের হয়ে আসছিল।

প্রকাশিত বাক্য 16