পরমগীত 7:11-12 পবিত্র বাইবেল (SBCL)

11. প্রিয় আমার, চল, আমরা মাঠে যাই,মেহেদী ঝোপের মধ্যে গিয়ে রাত কাটাই।

12. চল, আমরা ভোর বেলাতেই আংগুর ক্ষেতে যাই,দেখি, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না,তাতে ফুল ধরেছে কি নাআর ডালিমের ফুল ফুটেছে কি না;আমি সেখানেই তোমাকে আমার ভালবাসা দান করব।

পরমগীত 7