3. পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময়আমাকে দেখতে পেল।আমি তাদের জিজ্ঞাসা করলাম,“তোমরা কি আমার প্রাণের প্রিয়তমকে দেখেছ?”
4. তাদের পার হয়ে এগিয়ে যেতেইআমি আমার প্রাণের প্রিয়তমের দেখা পেলাম।তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্তআমি তাঁকে ছাড়লাম না;যিনি আমাকে গর্ভে ধরেছিলেনআমি তাঁরই ঘরে তাঁকে আনলাম।
5. হে যিরূশালেমের মেয়েরা,আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি,তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো নাযতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
6. মরু-এলাকা থেকে ধূমার থামের মত যে আসছে সে কে?সেই ধূমার থামে রয়েছে বণিকের সব রকম মশলার,গন্ধরসের ও সুগন্ধি ধূপের সুগন্ধ।
7. দেখ, ওটা শলোমনের পালকী!ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে;তাঁরা ইস্রায়েলের সবচেয়ে শক্তিশালী বীর।