15. তোমরা সেই শিয়ালগুলোকে,সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর,কারণ তারা আমাদের আংগুর ক্ষেতগুলো নষ্ট করে;আমাদের আংগুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।
16. আমার প্রিয় আমারই আর আমি তাঁরই;তিনি লিলি ফুলের বনে চরেন।
17. হে আমার প্রিয়, তুমি ফিরে এসো;যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায়ততক্ষণ তুমি থাক।খাড়া পাহাড়ের উপরে তুমি কৃষ্ণসারকিম্বা বাচ্চা হরিণের মত হও।