8. হে সেরা সুন্দরী, তুমি যদি তা না জানতবে ভেড়ার পালের পায়ের চিহ্ন ধরে এসেরাখালদের তাম্বুগুলোর কাছে তোমার সব ছাগলের বাচ্চা চরাও।
9. হে আমার প্রিয়তমা,ফরৌণের রথের এক স্ত্রী-ঘোড়ার সংগেআমি তোমার তুলনা করেছি।
10. তোমার গালের দু’পাশ দিয়ে কানের দুল ঝুলছে,তাতে তোমার গাল সুন্দর দেখাচ্ছেআর গলার হার তোমার গলায় সুন্দর মানাচ্ছে।
11. আমরা তোমার জন্য সোনার কারুকাজ করারূপার কানের দুল তৈরী করব।
12. রাজা যখন তাঁর বিছানায় ছিলেনতখন আমার সুগন্ধি সুগন্ধ ছড়াতে লাগল।
13. আমার প্রিয় আমার কাছে যেন গন্ধরস রাখার ছোট থলিযা আমার বুকের মাঝখানে থাকে।