পরমগীত 1:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. আমি কালো বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না,কারণ সূর্য আমার রং কালো করেছে।আমার ভাইয়েরা আমার উপর রাগ করেআংগুর ক্ষেতের দেখাশোনার ভার আমাকে দিয়েছে,সেইজন্য আমার নিজের আংগুর ক্ষেতের দেখাশোনা আমি করি নি।

7. হে আমার প্রিয়তম, তুমি আমাকে বল,কোথায় তোমার ভেড়ার পাল তুমি চরাও?তোমার ভেড়াগুলোকে দুপুরে কোথায় বিশ্রাম করাও?তোমার সংগী রাখালদের ভেড়ার পালের কাছেকেন আমি ঘোমটা দেওয়া বেশ্যার মত যাব?

8. হে সেরা সুন্দরী, তুমি যদি তা না জানতবে ভেড়ার পালের পায়ের চিহ্ন ধরে এসেরাখালদের তাম্বুগুলোর কাছে তোমার সব ছাগলের বাচ্চা চরাও।

9. হে আমার প্রিয়তমা,ফরৌণের রথের এক স্ত্রী-ঘোড়ার সংগেআমি তোমার তুলনা করেছি।

পরমগীত 1