পরমগীত 1:4 পবিত্র বাইবেল (SBCL)

আমি রাজাকে বললাম, “তুমি আমাকে তোমার সংগে নাও;চল, আমরা তাড়াতাড়ি যাই।”তিনি আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন।আমরা আপনাকে নিয়ে আনন্দ করব ও খুশী হব;আংগুর-রসের চেয়েও আপনার ভালবাসার বেশী প্রশংসা করব।তারা যে তোমাকে ভালবাসে তা ঠিকই করে।

পরমগীত 1

পরমগীত 1:2-8