8. পরোশের বংশের লোকেরা দু’হাজার একশো বাহাত্তর জন;
9. শফটিয়ের তিনশো বাহাত্তর জন;
10. আরহের ছ’শো বাহান্ন জন;
11. পহৎ-মোয়াবের বংশের যেশূয় ও যোয়াবের বংশের লোকেরা দু’হাজার আটশো আঠারো জন;
12. এলমের এক হাজার দু’শো চুয়ান্ন জন;
16. বেবয়ের ছ’শো আটাশ জন;
17. আস্গদের দু’হাজার তিনশো বাইশ জন;
18. অদোনীকামের ছ’শো সাতষট্টি জন;
19. বিগ্বয়ের দু’হাজার সাতষট্টি জন;
20. আদীনের ছ’শো পঞ্চান্ন জন;
21. যিহিষ্কিয়ের বংশধর আটেরের বংশের আটানব্বইজন।
22. হশুমের তিনশো আটাশ জন;
23. বেৎসয়ের তিনশো চব্বিশ জন;
24. হারীফের একশো বারো জন;
25. গিবিয়োনের পঁচানব্বইজন।
26. বৈৎলেহম ও নটোফা গ্রামের লোক একশো অষ্টাশি জন;
27. অনাথোতের লোক একশো আটাশ জন;
28. বৈৎ-অস্মাবতের লোক বিয়াল্লিশ জন;