নহিমিয় 4:2 পবিত্র বাইবেল (SBCL)

তার সংগের লোকদের সামনে ও শমরিয়ার সৈন্যদলের সামনে সে বলল, “এই দুর্বল যিহূদীরা করছে কি? তারা কি নিজেরাই এই কাজ করবে? ঈশ্বরের সাহায্য পাবার জন্য তারা কি পশু উৎসর্গ করবে? এক দিনেই কি দেয়াল গাঁথা শেষ করবে? টুকরা টুকরা হয়ে পড়ে থাকা পাথরের ঢিবি থেকে কি তারা পাথরগুলোকে শক্ত করে তুলতে পারবে? ওগুলো তো পুড়ে গেছে।”

নহিমিয় 4

নহিমিয় 4:1-12