নহিমিয় 12:45-47 পবিত্র বাইবেল (SBCL)

45. দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের আদেশ অনুসারে পুরোহিত ও লেবীয়েরা তাঁদের ঈশ্বরের সেবা-কাজ ও শুচি করবার কাজ করতেন আর গায়ক ও রক্ষীরাও তাদের নির্দিষ্ট কাজ করত।

46. অনেক কাল আগে দায়ূদ ও আসফের সময়ে ঈশ্বরের উদ্দেশে গৌরব ও ধন্যবাদের গান গাইবার জন্য গায়কদের ও পরিচালকদের নিযুক্ত করা হয়েছিল।

47. সরুব্বাবিল ও নহিমিয়ের সময়েও ইস্রায়েলীয়েরা সকলেই গায়ক ও রক্ষীদের প্রতিদিনের পাওনা অংশ দিত। এছাড়া তারা অন্যান্য লেবীয়দের পাওনা অংশও আলাদা করে রাখত আর লেবীয়েরা আলাদা করে রাখত হারোণের বংশধরদের পাওনা অংশ।

নহিমিয় 12