নহিমিয় 12:3-13 পবিত্র বাইবেল (SBCL)

3. শখনিয়, রহূম, মরেমোৎ,

7. সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। যেশূয়ের সময়ে এঁরা ছিলেন পুরোহিতদের ও তাঁদের বংশের লোকদের মধ্যে প্রধান।

8. লেবীয়দের মধ্যে যেশূয়, বিন্নূয়ী, কদ্‌মীয়েল, শেরেবিয়, যিহূদা, ও মত্তনিয়। ধন্যবাদের গানের তদারকির ভার ছিল এই মত্তনিয় ও তাঁর বংশের লোকদের উপর।

9. সেবা-কাজের সময় তাদের মুখোমুখি দাঁড়াতেন তাদেরই বংশের বক্‌বুকিয় ও উন্নো।

10. যেশূয়ের ছেলের নাম যোয়াকীম, যোয়াকীমের ছেলের নাম ইলিয়াশীব, ইলিয়াশীবের ছেলের নাম যোয়াদা;

11. যোয়াদার ছেলের নাম যোনাথন আর যোনাথনের ছেলের নাম যদ্দূয়।

12. যোয়াকীমের সময়ে পুরোহিত-বংশগুলোর মধ্যে যাঁরা প্রধান ছিলেন তাঁরা হলেন সরায়ের বংশের মরায়, যিরমিয়ের বংশের হনানিয়,

13. ইষ্রার বংশের মশুল্লম, অমরিয়ের বংশের যিহোহানন,

নহিমিয় 12