4-6. ইদ্দো, গিন্নথোয়, অবিয়, মিয়ামীন, মোয়াদিয়, বিল্গা, শময়িয়, যোয়ারীব, যিদয়িয়,
25. মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশূল্লম, টল্মোন ও অক্কুব ছিল রক্ষী। এরা ফটকের কাছের ভাণ্ডার-ঘরগুলো পাহারা দিত।
26. যেশূয়ের ছেলে, অর্থাৎ যোষাদকের নাতি যোয়াকীম ও শাসনকর্তা নহিমিয় এবং পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রার সময়ে এরা পাহারা দিত।
27. যিরূশালেমের দেয়াল ঈশ্বরের উদ্দেশে উৎসর্গের অনুষ্ঠানের সময়ে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের যিরূশালেমে আনা হল যাতে তারা করতাল, বীণা, ও সুরবাহার বাজিয়ে ও ধন্যবাদের গান গেয়ে আনন্দের সংগে সেই অনুষ্ঠান পালন করতে পারে।
28-29. যিরূশালেমের আশেপাশের জায়গা থেকে নটোফাতীয়দের গ্রামগুলো থেকে, বৈৎ-গিল্গল থেকে এবং গেবা ও অস্মাবৎ এলাকা থেকে গায়কদেরও এনে জড়ো করা হল। এই লেবীয় গায়কেরা যিরূশালেমের চারপাশের এই সব জায়গায় নিজেদের জন্য গ্রাম স্থাপন করেছিল।
30. পুরোহিত ও লেবীয়েরা নিজেদের শুচি করলেন এবং লোকদেরও শুচি করলেন; পরে ফটকগুলো ও দেয়াল শুচি করলেন।
31. তারপর আমি যিহূদার নেতাদের সেই দেয়ালের উপরে নিয়ে গেলাম এবং ধন্যবাদ দেবার জন্য দু’টা বড় গানের দল নিযুক্ত করলাম। একটা দল দেয়ালের উপর দিয়ে ডান দিকে সার-ফটকের দিকে গেল।
32. তাদের পিছনে গেল হোশয়িয় ও যিহূদার নেতাদের অর্ধেক লোক।
33. তাঁদের সংগে গেলেন অসরিয়, ইষ্রা, মশুল্লম,
34-36. যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়। এছাড়া তূরী হাতে কয়েকজন পুরোহিতও গেলেন। এঁরা হলেন সখরিয় এবং তাঁর সহকর্মী শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি। সখরিয়ের পূর্বপুরুষেরা ছিলেন যোনাথন, শময়িয়, মত্তনিয়, মীখায়, সক্কুর ও আসফ। এঁরা ঈশ্বরের লোক দায়ূদের কথামত নানারকম বাজনা নিয়ে চললেন। ধর্ম-শিক্ষক ইষ্রা এই দলের আগে আগে চললেন।
37. ফোয়ারা-ফটকের কাছে যেখানে দেয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দায়ূদ-শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দায়ূদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে জল-ফটকে গেলেন।
38. দ্বিতীয় গানের দলটা উল্টা দিকে এগিয়ে গেল। আমি বাকী অর্ধেক লোক নিয়ে দেয়ালের উপর দিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর-দুর্গ পার হয়ে চওড়া দেয়াল পর্যন্ত গেল।
39. তারপর ইফ্রয়িম-ফটক, যিশানা-ফটক, মাছ-ফটক, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গের পাশ দিয়ে মেষ-ফটক পর্যন্ত গেল। তারপর পাহারাদার-ফটকের কাছে গিয়ে তারা থামল।
40. যে দু’টি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের ঘরের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল। আমিও তা-ই করলাম আর আমার সংগে রইলেন উঁচু পদের কর্মচারীদের মধ্য থেকে অর্ধেক লোক।
41. ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয় ও হনানিয় নামে পুরোহিতেরা তাঁদের তূরী নিয়ে আমার সংগে রইলেন।
42. এছাড়া রইলেন মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর। গানের দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশ মত গান করল।
43. ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেই দিন লোকেরা বড় একটা উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। তাদের স্ত্রীলোকেরা ও ছেলেমেয়েরাও আনন্দ করল। যিরূশালেমের লোকদের এই আনন্দের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল।