6. পেরসের বংশের মোট চারশো আটষট্টিজন শক্তিশালী লোক যিরূশালেমে বাস করত।
9. শিখ্রির ছেলে যোয়েল ছিলেন তাদের প্রধান কর্মচারী আর হস্সনূয়ার ছেলে যিহূদা ছিলেন শহরের দ্বিতীয় কর্তা।
15. লেবীয়দের মধ্য থেকে হশূবের ছেলে শিময়িয়; হশূবের পূর্বপুরুষেরা ছিলেন অস্রীকাম, হশবিয় ও বুন্নি।
16. এছাড়া ছিলেন শব্বথয় আর যোষাবাদ নামে লেবীয়দের মধ্যে দু’জন প্রধান লোক, যাঁদের হাতে ঈশ্বরের ঘরের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।
17. এঁরা ছাড়া ছিলেন মীখার ছেলে মত্তনিয়, যিনি ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিলেন। মীখার পূর্বপুরুষেরা ছিলেন সব্দি ও আসফ। এঁদের সংগে ছিলেন বক্বুকিয়, যিনি তাঁর সহকর্মীদের মধ্যে দ্বিতীয়। আরও ছিলেন শম্মুয়ের ছেলে অব্দ; শম্মুয়ের পূর্বপুরুষেরা ছিলেন গালল ও যিদূথূন।
18. পবিত্র শহরের লেবীয়দের মোট সংখ্যা ছিল দু’শো চুরাশী।
19. ফটক-রক্ষীরা হল অক্কুব, টল্মোন ও তাদের সংগীরা। এরা একশো বাহাত্তর জন লোক ফটকগুলো পাহারা দিত।