নহিমিয় 11:24-30 পবিত্র বাইবেল (SBCL)

3-5. অনেক ইস্রায়েলীয়, পুরোহিত, লেবীয়, উপাসনা-ঘরের সেবাকারীরা ও শলোমনের চাকরদের বংশধরেরা যিহূদা দেশের বিভিন্ন গ্রামে নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া যিহূদা ও বিন্যামীন-গোষ্ঠীর কিছু লোক যিরূশালেমে বাস করত। দেশের যে সব নেতারা যিরূশালেমে বাস করতেন তাঁরা হলেন:যিহূদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় এবং বারূকের ছেলে মাসেয়। উষিয়ের পূর্বপুরুষেরা ছিল সখরিয়, অমরিয়, শফটিয়, মহললেল ও পেরস। বারূকের পূর্বপুরুষেরা ছিল কল্‌হোষি, হসায়, অদায়া, যোয়ারীব, সখরিয় ও শীলোনীয়।

24. লোকদের সমস্ত বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন মশেষবেলের ছেলে পথাহিয়। মশেষবেলের পূর্বপুরুষ ছিলেন সেরহ ও যিহূদা।

25. যিহূদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্‌-সেল ও তার আশেপাশের গ্রামগুলো,

26. যেশূয়, মোলাদা, বৈৎ-পেলট,

27. হৎসর-শুয়াল, বের্‌-শেবা ও তার আশেপাশের গ্রামগুলো,

28. সিক্লগ, মকোনা ও তার আশেপাশের গ্রামগুলো,

29. ঐন্‌-রিম্মোন, সরা, যর্মূত,

30. সানোহ, অদুল্লম ও সেগুলোর আশেপাশের গ্রামগুলো, লাখীশ ও তার আশেপাশের গ্রামগুলো এবং অসেকা ও তার আশেপাশের গ্রামগুলো। তারা বের্‌-শেবা থেকে শুরু করে হিন্নোম উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় বাস করত।

নহিমিয় 11