21. উপাসনা-ঘরের সেবাকারীরা ওফল পাহাড়ে বাস করত। তাদের দেখাশোনার ভার ছিল সীহ ও গীষ্পের উপর।
22. যিরূশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির পূর্বপুরুষেরা ছিলেন হশবিয়, মত্তনীয়, মীখা ও আসফ। আসফের বংশের লোকেরা গায়ক হিসাবে ঈশ্বরের ঘরে সেবা-কাজ করতেন।
23. রাজার আদেশের অধীনে ছিলেন এই গায়কেরা। সেই আদেশ দ্বারাই তাঁদের প্রতিদিনকার কাজ ঠিক করা হত।
24. লোকদের সমস্ত বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন মশেষবেলের ছেলে পথাহিয়। মশেষবেলের পূর্বপুরুষ ছিলেন সেরহ ও যিহূদা।
25. যিহূদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্-সেল ও তার আশেপাশের গ্রামগুলো,
26. যেশূয়, মোলাদা, বৈৎ-পেলট,
27. হৎসর-শুয়াল, বের্-শেবা ও তার আশেপাশের গ্রামগুলো,
28. সিক্লগ, মকোনা ও তার আশেপাশের গ্রামগুলো,
29. ঐন্-রিম্মোন, সরা, যর্মূত,