1. লোকদের নেতারা যিরূশালেমে বাস করতেন। বাকী লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর যিরূশালেমে বাস করতে পারে, আর বাকী নয়জন তাদের নিজের নিজের গ্রামেই থাকবে।
2. যে সব লোক ইচ্ছা করে যিরূশালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।
3-5. অনেক ইস্রায়েলীয়, পুরোহিত, লেবীয়, উপাসনা-ঘরের সেবাকারীরা ও শলোমনের চাকরদের বংশধরেরা যিহূদা দেশের বিভিন্ন গ্রামে নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া যিহূদা ও বিন্যামীন-গোষ্ঠীর কিছু লোক যিরূশালেমে বাস করত। দেশের যে সব নেতারা যিরূশালেমে বাস করতেন তাঁরা হলেন:যিহূদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় এবং বারূকের ছেলে মাসেয়। উষিয়ের পূর্বপুরুষেরা ছিল সখরিয়, অমরিয়, শফটিয়, মহললেল ও পেরস। বারূকের পূর্বপুরুষেরা ছিল কল্হোষি, হসায়, অদায়া, যোয়ারীব, সখরিয় ও শীলোনীয়।
6. পেরসের বংশের মোট চারশো আটষট্টিজন শক্তিশালী লোক যিরূশালেমে বাস করত।
10-11. পুরোহিতদের মধ্য থেকে যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন এবং হিল্কিয়ের ছেলে সরায়। হিল্কিয়ের পূর্বপুরুষেরা ছিলেন মশুল্লম, সাদোক, মরায়োৎ ও অহীটুব। অহীটুব ঈশ্বরের ঘরের তদারকের কাজ করতেন।
12-14. তাঁদের আরও অনেক সহকর্মী ছিলেন যাঁরা উপাসনা-ঘরে কাজ করতেন। এই বংশের মোট আটশো বাইশজন পুরোহিত যিরূশালেমে বাস করতেন। এঁরা ছাড়া যিরোহমের ছেলে অদায়া ও তাঁর বংশের দু’শো বিয়াল্লিশ জন পুরোহিত যিরূশালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন পরিবারের কর্তা। যিরোহমের পূর্বপুরুষেরা ছিলেন পললিয়, অম্সি, সখরিয়, পশ্হূর ও মল্কিয়। এছাড়া অসরেলের ছেলে অমশয় ও তাঁর বংশের একশো আটাশজন পুরোহিতও যিরূশালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন শক্তিশালী যোদ্ধা; তাঁদের প্রধান কর্মচারী ছিলেন হগ্গদোলীমের ছেলে সব্দীয়েল। অসরেলের পূর্বপুরুষেরা ছিলেন অহসয়, মশিল্লেমোৎ ও ইম্মের।
33-35. হাৎসার, রামা, গিত্তয়িম, হাদীদ, সবোয়িম, নবল্লাট, লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকা।