2. সরায়, অসরিয়, যিরমিয়,
11. মীখা, রহোব, হশবিয়,
12. সক্কূর, শেরেবিয়, শবনিয়,
13. হোদীয়, বানি ও বনীনু।
14. লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তূ, বানি,
15. বুন্নি, অস্গদ, বেবয়,
16. অদোনিয়, বিগ্বয়, আদীন,
20-22. মগ্পীয়শ, মশুল্লম, হেষীর, মশেষবেল, সাদোক, যদ্দুয়, পলটিয়, হানন, অনায়,
23-25. হোশেয়, হনানিয়, হশূব, হলোহেশ, পিল্হ, শোবেক, রহূম, হশব্না, মাসেয়,
26. অহিয়, হানন, অনান,
27. মল্লূক, হারীম ও বানা।
28-29. আমরা বাকী লোকেরা, অর্থাৎ পুরোহিতেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, উপাসনা-ঘরের সেবাকারীরা এবং ঈশ্বরের আইন-কানুন পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, আমাদের স্ত্রী ও আমাদের যে সব ছেলেমেয়েদের বুঝবার জ্ঞান হয়েছে, আমরা সবাই আমাদের ভাইদের, অর্থাৎ গণ্যমান্য লোকদের সংগে যোগ দিচ্ছি। আমরা বলছি যে, আমরা যে শপথ করতে যাচ্ছি তা যদি আমরা পালন না করি তবে যেন আমাদের উপর অভিশাপ পড়ে।আমরা ঈশ্বরের দাস মোশির মধ্য দিয়ে দেওয়া ঈশ্বরের আইন-কানুন অনুসারে চলব এবং আমাদের প্রভু সদাপ্রভুর সমস্ত আদেশ, নির্দেশ ও নিয়ম যত্নের সংগে পালন করব।