নহিমিয় 1:11 পবিত্র বাইবেল (SBCL)

হে প্রভু, মিনতি করি, তোমার এই দাসের প্রার্থনাতে এবং যারা তোমার নাম ভক্তির সংগে স্মরণ করে তোমার সেই দাসদের প্রার্থনাতে তুমি কান দাও। তোমার দাসকে আজ সফলতা দান কর এবং এই রাজার কাছে করুণার পাত্র কর।”আমি রাজার আংগুর-রস পরিবেশনকারী ছিলাম।

নহিমিয় 1

নহিমিয় 1:1-11