দ্বিতীয় বিবরণ 5:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. মোশি সমস্ত ইস্রায়েলীয়দের ডেকে বললেন, “ইস্রায়েলীয়েরা, আজ আমি তোমাদের কাছে যে সব নিয়ম ও নির্দেশ প্রকাশ করছি তোমরা তা শোন। তোমরা সেগুলো শিখে রাখবে এবং তা যত্নের সংগে পালন করবে।

2. আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেব পাহাড়ে আমাদের জন্য একটি ব্যবস্থা স্থাপন করেছিলেন।

3. সেই ব্যবস্থা তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে দেন নি, দিয়েছেন আমাদের কাছে, আজ আমরা যারা এখানে বেঁচে রয়েছি আমাদের সকলের কাছে।

4. সদাপ্রভু সেই পাহাড়ের উপরে আগুনের মধ্য থেকে তোমাদের সামনেই কথা বলেছিলেন।

5. সেই সময় আগুনের ভয়ে তোমরা পাহাড়ের উপর ওঠো নি বলে আমি তোমাদের ও সদাপ্রভুর মাঝখানে দাঁড়িয়ে তাঁর কথা তোমাদের কাছে প্রকাশ করেছিলাম। তখন সদাপ্রভু বলেছিলেন,

6. ‘আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।

দ্বিতীয় বিবরণ 5