6. রূবেণ সম্বন্ধে মোশি বলেছিলেন,“রূবেণকে বাঁচিয়ে রাখ,মৃত্যু তার দূরে রাখ;তার লোকসংখ্যা যেন কম থাকে।”
7. যিহূদা সমন্ধে তিনি বলেছিলেন,“হে সদাপ্রভু, তুমি যিহূদার কথা শোন;তার লোকদের মধ্যে তাকে ফিরিয়ে আন।তার নিজের দু’হাত সে যুদ্ধে লাগায়;শত্রুর বিরুদ্ধে তুমি তার সহায় হও।”
8. লেবি সম্বন্ধে তিনি বলেছিলেন,“তোমার ভক্তের কাছেতোমার তূম্মীম ও ঊরীম আছে;মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে,মরীবার জলের কাছেতার সংগে ঝগড়া করেছিলে।
9. নিজের বাপ-মাকে বড় করে না দেখে,নিজের ভাইদের স্বীকার না করে,নিজের ছেলেমেয়েদের অস্বীকার করে,সে তোমার বাক্য পাহারা দিয়েছেআর তোমার ব্যবস্থা রক্ষা করেছে।
10. তোমার আদেশ সে যাকোবকে শিখায়,আর আইন-কানুন শিখায় ইস্রায়েলকে।সে তোমার সামনে ধূপ জ্বালায়,তোমার বেদীর উপরেপোড়ানো-উৎসর্গ করে।
11. হে সদাপ্রভু, তুমি তার সম্পত্তিতেআশীর্বাদ কর,তার সব কাজে তুমি খুশী হও।তুমি তার শত্রুর কোমর ভেংগে দাও;যারা তাকে ঘৃণা করেতাদের কোমর ভেংগে দাও,যেন তারা আর দাঁড়াতে না পারে।”