23. নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন,“নপ্তালি সদাপ্রভুর করুণায় পূর্ণ;তাঁরই আশীর্বাদে সে পূর্ণ হয়ে উঠেছে।তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এসগালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”
24. আশের সম্বন্ধে তিনি বলেছিলেন,“আশের অন্যের চেয়ে বেশীআশীর্বাদ পাবে;সে যেন ভাইদের প্রিয় হয়,তার পা দু’খানা যেন জলপাই তেলেরমধ্যে ডুবে থাকে।
25. লোহা আর ব্রোঞ্জের আগল দিয়েতার সদর দরজা বাঁধা থাকবে।যতদিন সে বেঁচে থাকবেততদিন তার দেহে শক্তি থাকবে।”