16. ভরা দুনিয়ার ভাল ভাল জিনিস দিয়ে,আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেনতাঁর দয়া দিয়ে।যোষেফের মাথায় এই সব আশীর্বাদঝরে পড়ুক;ভাইদের মধ্যে যে মহৎ তাঁরই মাথায়ঝরে পড়ুক এই সব আশীর্বাদ।
17. তার মহিমা প্রথমে জন্মানো ষাঁড়ের মত,তার মাথায় রয়েছে বুনো ষাঁড়ের শিং।তা দিয়ে সে গুঁতাবে দুনিয়ার সব জাতিকে,এমন কি, এর শেষ সীমানার জাতিকেও।এই রকমই হবে ইফ্রয়িমের লক্ষ লক্ষআর মনঃশির হাজার হাজার লোক।”
18. সবূলূন সম্বন্ধে তিনি বলেছিলেন,“সবূলূন বাইরের কাজে খুশী হোক,আর ইষাখর খুশী হোক ঘরের কাজে।
19. লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে;সেখানে যোগ্য মনোভাব নিয়েতারা পশু-উৎসর্গ করবে।সাগর থেকে তারা তুলবে সাগরের ধন,আর বালি থেকে তুলে আনবেবালির তলার ধন।”
20. গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন,“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যেরসীমা বাড়াবেন।সে সিংহের মত বসবেআর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।
21. সব জায়গার সেরা জায়গাসে বেছে নিয়েছে;নেতার যোগ্য পাওনা তার জন্যরাখা আছে।যুদ্ধে জড়ো হওয়া সর্দারদের মধ্যেসে-ই সদাপ্রভুর ন্যায়-ভরা হুকুমপালন করেছে,পালন করেছে ইস্রায়েলকে দেওয়াসদাপ্রভুর নিয়ম।”
22. দান সম্বন্ধে তিনি বলেছিলেন,“সে যেন বাশন থেকে লাফিয়ে আসাসিংহের বাচ্চা।”
23. নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন,“নপ্তালি সদাপ্রভুর করুণায় পূর্ণ;তাঁরই আশীর্বাদে সে পূর্ণ হয়ে উঠেছে।তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এসগালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”
24. আশের সম্বন্ধে তিনি বলেছিলেন,“আশের অন্যের চেয়ে বেশীআশীর্বাদ পাবে;সে যেন ভাইদের প্রিয় হয়,তার পা দু’খানা যেন জলপাই তেলেরমধ্যে ডুবে থাকে।
25. লোহা আর ব্রোঞ্জের আগল দিয়েতার সদর দরজা বাঁধা থাকবে।যতদিন সে বেঁচে থাকবেততদিন তার দেহে শক্তি থাকবে।”
26. তিনি বলেছিলেন, “যিশুরূণের ঈশ্বরেরমত আর কেউ নেই।তোমার সাহায্যকারী হবার জন্যমেঘের উপর চড়েনিজের মহিমায় তিনিআকাশ-পথে চলেন।
27. যিনি আদিকালের ঈশ্বর তিনিইতোমার আশ্রয়;তাঁর চিরকালের হাতে তিনিইতোমাকে ধরে আছেন।তোমার সামনে যত শত্রু আছেতিনি তাদের তাড়িয়ে দেবেন;তিনি বলবেন, ‘এদের ধ্বংস কর।’
28. ইস্রায়েল তাই নিরাপদে থাকবে।যাকোবের ঝরণা থাকবেবিপদ-সীমার বাইরে;সেখানে থাকবে প্রচুর শস্যও নতুন আংগুর-রস,তার উপরে আকাশের শিশিরঝরে পড়বে।
29. হে ইস্রায়েল, তুমি ধন্য!তুমিই সদাপ্রভুর উদ্ধার-করা জাতি,তোমার মত আর কোন জাতি নেই।তিনিই তোমার সাহায্যের ঢাল,তোমার গৌরবের তলোয়ার।শত্রুরা তোমার সামনে থর থরকরে কাঁপবে,আর তুমি তাদের পিঠ মাড়িয়েচলে যাবে।”