দ্বিতীয় বিবরণ 33:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলীয়দের এই বলে আশীর্বাদ করেছিলেন,

2. “সদাপ্রভু সিনাই থেকে আসলেন,তিনি সেয়ীর থেকে তাদের উপরআলো দিলেন;তাঁর আলো পারণ পাহাড় থেকেছড়িয়ে পড়ল।তিনি লক্ষ লক্ষ পবিত্র স্বর্গদূতদের মাঝখানথেকে আসলেন;তাঁর ডান হাতে রয়েছে তাদের জন্যআগুন ভরা আইন।

3. “সত্যিই তিনি তাঁরনিজের লোকদের ভালবাসেন।পবিত্র দূতেরা তাঁর অধীনে রয়েছেন,তাঁরা সবাই তাঁর পায়ে নত হয়ে আছেন;তাঁরই কাছে তাঁরা আদেশ পান।

4. আমাদের কাছে মোশিযে আইন-কানুন দিয়েছিলেন,সেটাই হল যাকোব-গোষ্ঠীর ধন।

5. যখন ইস্রায়েলীয় সর্দারেরা জড়ো হলেন,তাদের সংগে ইস্রায়েলীয় সব গোষ্ঠীজড়ো হল,তখন সদাপ্রভুই ছিলেন যিশুরূণের রাজা।”

6. রূবেণ সম্বন্ধে মোশি বলেছিলেন,“রূবেণকে বাঁচিয়ে রাখ,মৃত্যু তার দূরে রাখ;তার লোকসংখ্যা যেন কম থাকে।”

দ্বিতীয় বিবরণ 33