দ্বিতীয় বিবরণ 32:9-15 পবিত্র বাইবেল (SBCL)

9. সদাপ্রভুর পাওনা ভাগই হলতাঁর লোকেরা;যাকোব, হ্যাঁ, ইস্রায়েল জাতি হলতাঁর পাওনা সম্পত্তি।

10. তিনি তাকে এক মরু-এলাকায় পেলেন,পেলেন গর্জন-ভরা এক নির্জন জায়গায়।তিনি তাকে ঘিরে রাখলেন, যত্ন করলেন;তাকে চোখের মণির মত করেপাহারা দিয়ে রাখলেন,

11. যেমন করে ঈগল পাখী তার বাসায়বাচ্চাদের চঞ্চল করে তোলে,যেমন করে তাদের উপরসে আস্তে আস্তে উড়তে থাকে,যেমন করে তাদের তুলে নেবার জন্যতার ডানা মেলে দেয়,আর যেমন করে তার পাখার উপরতাদের বয়ে নিয়ে যায়।

12. সদাপ্রভু একাই তাকে চালিয়েনিয়ে আসলেন,তাঁর সংগে ছিল না কোন দেব-দেবতা।

13. বিজয়ী হিসাবে তাকে তিনি চালিয়েনিয়ে গেলেনদেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে;তাকে ক্ষেতের ফসল খেতে দিলেন।তিনি তাকে খাওয়ালেন সেই মধুযা পাহাড়ের ফাটলে পাওয়া যায়,আর তাকে শক্ত পাথুরে জমিরজলপাইয়ের তেল খাওয়ালেন।

14. তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দইআর ছাগল ও ভেড়ার দুধ,আর খাওয়ালেন মোটাসোটাভেড়ার বাচ্চার মাংস,ছাগলের মাংস আর বাশন দেশেরপুরুষ ভেড়ার মাংস।তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম।হে ইস্রায়েল, তুমি গেঁজে ওঠাআংগুর-রস খেয়েছ।

15. কিন্তু মোটা হয়ে যিশুরূণ লাথি মারল।হে যিশুরূণ, তুমি অতিরিক্ত খেয়েভারী ও মোটা হয়েছ।তারপর সে তার সৃষ্টিকর্তা ঈশ্বরকেত্যাগ করল,আর ছোট করে দেখলতার আশ্রয়-পাহাড়কে।

দ্বিতীয় বিবরণ 32