34. আমার কাছেই তা তোলা আছে,আমার ভাণ্ডার ঘরে সীলমোহর করা আছে।
35. অন্যায়ের শাস্তি দেবার অধিকার আমারই;যার যা পাওনা আমি তাকে তা-ই দেব।সময় হলেই শত্রুদের পা পিছ্লে যাবে;তাদের ধ্বংসের দিন তাদের কাছেএসে গেছে।তাদের জন্য যা ঠিক করে রাখা হয়েছে,তা শীঘ্রই তাদের উপর এসে পড়বে।”
36. সদাপ্রভু যখন দেখবেন,তাঁর লোকদের শক্তি ফুরিয়ে গেছে,দাস বা স্বাধীন কারও আর শক্তি নেই,তখন তিনি তাঁর লোকদের পক্ষ নেবেন,তাঁর দাসদের উপর করুণা করবেন।
37. তিনি তখন বলবেন,“কোথায় এখন তাদের দেব-দেবতারা?কোথায় তাদের সেই পাহাড়যাঁর কাছে তারা আশ্রয় নিয়েছিল?