23. “আমি সমস্ত বিপদ এনেতাদের উপর জড়ো করব;আমার সব তীর আমি তাদেরই উপরশেষ করব।
24. আমি তাদের উপর দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ,ধ্বংসকারী মড়ক আর কষ্ট ভরা রোগপাঠিয়ে দেব।তাদের বিরুদ্ধে আমি বুনো দাঁতাল পশুআর বুকে ভর করে চলা বিষাক্ত সাপপাঠিয়ে দেব।
25. শহরের বাইরে তলোয়ারের ঘায়েতাদের সন্তানেরা মারা পড়বে,আর বাড়ীর ভিতরে ভয়ের রাজত্ব চলবে।তাদের সব যুবক-যুবতী, ছোট ছেলেমেয়েআর বুড়োরা ধ্বংস হয়ে যাবে।
26. আমি বলেছিলাম, আমি তাদেরটুকরা টুকরা করে ফেলব,তাদের কথা মানুষের মন থেকেমুছে ফেলব।
27. কিন্তু আমি জানতাম এতে শত্রুবড়াই করবেআর না বুঝে বলবে যে,তাদেরই জয় হয়েছে;সদাপ্রভু এই সব কিছুই করেন নি।”
28. ইস্রায়েল জাতির মধ্যে ভালবুদ্ধি দেবার লোক নেই,তাদের বিচারবুদ্ধি বলে কিছু নেই।
29. বুদ্ধি থাকলে এই কথাটা তারা বুঝত,বুঝত তাদের শেষ দশা কি হবে।
30. কি করে একজন হাজার জনকে তাড়ায়,কি করে দু’জনকে দেখে দশ হাজার পালায়,যদি না তাদের আশ্রয়-পাহাড়শত্রুদের হাতেতাদের বিকিয়ে দিয়ে থাকেন,যদি না সদাপ্রভু শত্রুদের হাতেতাদের তুলে দিয়ে থাকেন?
31. শত্রুদের আশ্রয়-পাহাড় আমাদেরআশ্রয়-পাহাড়ের মত নয়,এটা আমাদের শত্রুদেরও রায়।
32. সদাপ্রভু বললেন, “তাদের আংগুর গাছসদোমের আংগুর গাছ থেকেআর ঘমোরার ক্ষেত থেকে এসেছে।তাদের আংগুরে রয়েছে বিষ,তাদের আংগুরের থোকা তেতো।
33. তাদের আংগুর-রস হল সাপের বিষ,গোখ্রা সাপের ভয়ংকর বিষ।
34. আমার কাছেই তা তোলা আছে,আমার ভাণ্ডার ঘরে সীলমোহর করা আছে।
35. অন্যায়ের শাস্তি দেবার অধিকার আমারই;যার যা পাওনা আমি তাকে তা-ই দেব।সময় হলেই শত্রুদের পা পিছ্লে যাবে;তাদের ধ্বংসের দিন তাদের কাছেএসে গেছে।তাদের জন্য যা ঠিক করে রাখা হয়েছে,তা শীঘ্রই তাদের উপর এসে পড়বে।”
36. সদাপ্রভু যখন দেখবেন,তাঁর লোকদের শক্তি ফুরিয়ে গেছে,দাস বা স্বাধীন কারও আর শক্তি নেই,তখন তিনি তাঁর লোকদের পক্ষ নেবেন,তাঁর দাসদের উপর করুণা করবেন।
37. তিনি তখন বলবেন,“কোথায় এখন তাদের দেব-দেবতারা?কোথায় তাদের সেই পাহাড়যাঁর কাছে তারা আশ্রয় নিয়েছিল?
38. কোথায় সেই দেব-দেবতারাযারা তাদের বলির পশুর চর্বি খেয়েছিল,খেয়েছিল তাদের ঢালন-উৎসর্গেরআংগুর-রস?এখন তারা এসে তোমাদেরসাহায্য করুক,আর তোমাদের আশ্রয় দিক।
39. এবার তোমরা ভেবে দেখ যে,আমিই তিনি;আমি ছাড়া আর কোন ঈশ্বর নেই।মরণ-বাঁচন আমারই হাতে,আমি ক্ষত করেছি, আমিই সুস্থ করব;আমার হাত থেকে বাঁচাতে পারেএমন কেউ নেই।
40. আমি হাত তুলে শপথ করে বলছি,আমার জীবনের দিব্য যে,