13. বিজয়ী হিসাবে তাকে তিনি চালিয়েনিয়ে গেলেনদেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে;তাকে ক্ষেতের ফসল খেতে দিলেন।তিনি তাকে খাওয়ালেন সেই মধুযা পাহাড়ের ফাটলে পাওয়া যায়,আর তাকে শক্ত পাথুরে জমিরজলপাইয়ের তেল খাওয়ালেন।
14. তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দইআর ছাগল ও ভেড়ার দুধ,আর খাওয়ালেন মোটাসোটাভেড়ার বাচ্চার মাংস,ছাগলের মাংস আর বাশন দেশেরপুরুষ ভেড়ার মাংস।তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম।হে ইস্রায়েল, তুমি গেঁজে ওঠাআংগুর-রস খেয়েছ।
15. কিন্তু মোটা হয়ে যিশুরূণ লাথি মারল।হে যিশুরূণ, তুমি অতিরিক্ত খেয়েভারী ও মোটা হয়েছ।তারপর সে তার সৃষ্টিকর্তা ঈশ্বরকেত্যাগ করল,আর ছোট করে দেখলতার আশ্রয়-পাহাড়কে।
16. দেবতা পূজায় তাঁর লোকেরাতাঁর পাওনা ভক্তির আগ্রহে আগুন লাগাল,জঘন্য মূর্তি পূজায় তাঁর ক্রোধ জাগাল।
17. তারা বলি দিল মন্দ আত্মাদের উদ্দেশেযারা ঈশ্বর নয়,তারা উৎসর্গের অনুষ্ঠান করলনতুন দেব-দেবতার উদ্দেশে,যারা মাত্র কিছুদিন আগে দেখা দিয়েছে,যাদের তোমাদের পূর্বপুরুষেরাভয় করত না।
18. সেই আশ্রয়-পাহাড় তোমরাঅবহেলা করেছযিনি তোমাদের পিতা;সেই ঈশ্বরকে তোমরা ভুলে গেছযিনি মায়ের মত প্রসব-বেদনার মধ্য দিয়েতোমাদের পৃথিবীতে এনেছেন।
19. তা দেখে সদাপ্রভু তাঁর ছেলেমেয়েদেরদিক থেকে মুখ ফিরিয়ে নিলেন,কারণ তারা তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিল।
20. তিনি বললেন, “আমি তাদের কাছ থেকেমুখ ফিরিয়ে নেব,শেষে তাদের দশা কি হয় দেখব;কারণ এরা উল্টা পথে চলা জাতি,অবিশ্বস্ত সন্তান।
21. ঈশ্বর নয় এমন দেবতার পূজা করেতারা আমার পাওনা ভক্তির আগ্রহেআগুন লাগিয়েছে;অসার প্রতিমার পূজা করেতারা আমার ক্রোধ জাগিয়ে তুলেছে।জাতিই নয় এমন জাতির হাতে ফেলেআমিও তাদের অন্তরে আগুন জ্বালাব;একটা অবুঝ জাতির হাতে ফেলেতাদের ক্রোধ জাগাব।
22. আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে;সেই আগুন জ্বলছে মৃতস্থানেরসবচেয়ে নীচু জায়গা পর্যন্ত।সেই আগুন পৃথিবী ও তারসব ফসল খেয়ে ফেলবেআর আগুন লাগাবে সব পাহাড়ের তলায়।