1. হে মহাকাশ, আমার কথায় কান দাও;হে পৃথিবী, আমার মুুখের কথা শোন।
2. আমার শিক্ষা বৃষ্টির মত করেঝরে পড়ুক,আমার কথা শিশিরের মত করেনেমে আসুক।হালকা এক পস্লা বৃষ্টির মত করেতা নতুন ঘাসের উপর ঝরে পড়ুক,আর গাছ-গাছড়ার উপরভারী বৃষ্টি হয়ে তা পড়ুক।
3. আমি সদাপ্রভুর নাম ঘোষণা করব।তোমরা আমাদের ঈশ্বরেরমহিমা-গান কর।
4. তিনিই আশ্রয়-পাহাড়,তাঁর কাজ নিখুঁত;তাঁর সমস্ত পথ ন্যায়ের পথ।তিনি নির্ভরযোগ্য ঈশ্বর,তিনি কোন অন্যায় করেন না;তিনি ন্যায়বান ও সৎ।
5. তাঁর প্রতি তাঁর লোকেরাজঘন্য ব্যবহার করেছে।তাদের অন্তরের কলংকের জন্যতারা আর তাঁর সন্তান নয়।তারা অবিশ্বস্ত, তাদের মন সরল নয়।
6. হে অবুঝ, বুদ্ধিহীন জাতি!এমনি করেই কি তোমরা সদাপ্রভুকেশোধ দেবে?তিনি কি তোমাদের পিতাও সৃষ্টিকর্তা নন?তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন;তিনিই জাতি হিসাবেতোমাদের স্থাপন করেছেন।
7. সেই পুরানো দিনগুলোর কথা মনে কর;তোমাদের অনেক দিন আগেকারপূর্বপুরুষদের কথা ভেবে দেখ।সেই সব দিনের কথা তোমাদেরপিতাদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বলবেন;বুড়ো লোকদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বুঝিয়ে বলবেন।
8. মহান ঈশ্বর যখন বিভিন্ন জাতিকে সম্পত্তিভাগ করে দিলেন,আর মানুষকে ভিন্ন ভিন্ন জাতিতেভাগ করলেন,তখন ইস্রায়েল জাতির লোকসংখ্যামনে রেখেতিনি অন্য জাতিদের সীমানাঠিক করে দিলেন।
9. সদাপ্রভুর পাওনা ভাগই হলতাঁর লোকেরা;যাকোব, হ্যাঁ, ইস্রায়েল জাতি হলতাঁর পাওনা সম্পত্তি।
10. তিনি তাকে এক মরু-এলাকায় পেলেন,পেলেন গর্জন-ভরা এক নির্জন জায়গায়।তিনি তাকে ঘিরে রাখলেন, যত্ন করলেন;তাকে চোখের মণির মত করেপাহারা দিয়ে রাখলেন,
11. যেমন করে ঈগল পাখী তার বাসায়বাচ্চাদের চঞ্চল করে তোলে,যেমন করে তাদের উপরসে আস্তে আস্তে উড়তে থাকে,যেমন করে তাদের তুলে নেবার জন্যতার ডানা মেলে দেয়,আর যেমন করে তার পাখার উপরতাদের বয়ে নিয়ে যায়।