দ্বিতীয় বিবরণ 28:57 পবিত্র বাইবেল (SBCL)

সন্তান জন্মের পর সেই সন্তান এবং তার পরে দেহ থেকে বের হয়ে আসা ফুল, এর কোনটাই সে তাদের খেতে দেবে না। তোমাদের ঘেরাও করে রাখবার সময় তোমাদের শত্রুরা যখন তোমাদের কষ্টে ফেলবে তখন সে নিজেই সেই ফুল ও সন্তান চুপিচুপি খাবে।

দ্বিতীয় বিবরণ 28

দ্বিতীয় বিবরণ 28:53-61