13. “তোমাদের থলিতে যেন একই ওজন দেখাবার জন্য দু’টা করে বাট্খারা না থাকে, একটা বেশী ওজনের আর একটা কম ওজনের।
14. তোমাদের বাড়ীতে যেন একই মাপ দেখাবার জন্য দু’টা করে পাত্র না থাকে, একটা বেশী মাপের আর একটা কম মাপের।
15. তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে যেন তোমরা অনেক দিন বেঁচে থাকতে পার সেইজন্য তোমাদের ঠিক এবং উচিত মাপের বাট্খারা ও পাত্র রাখতে হবে।